দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। টেলিযোগাযোগ খাতের শতভাগ শেয়ারে পতন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 7 August 2025

টেলিযোগাযোগ খাতের শতভাগ শেয়ারে পতন


অর্থনীতি ডেস্ক :

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে রয়েছে ভাটা। আজ এই খাতের শতভাগ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসই সূত্রে জানা যায়, পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতের রয়েছে তিনটি প্রতিষ্ঠান। আজ এই তিনটির দরই কমেছে। এই কোম্পানিগুলো হলো— বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রবি আজিয়াটা ও গ্রামীণফোন।


এদিন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসে শেয়ারপ্রতি দর কমেছে ছয় টাকা ৭০ পয়সা। কোম্পানির লেনদেন হয়েছে সাত কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ১৫১ টাকা ১০ পয়সা, যা আগের কর্মদিবস বুধবার ছিল ১৫৭ টাকা ৮০ পয়সা। 


এদিন গ্রামীণফোনের শেয়ারপ্রতি দর কমেছে এক টাকা ৩০ পয়সা। কোম্পানির লেনদেন হয়েছে চার কোটি ৫২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ৩১৫ টাকা ৭০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ৩১৭ টাকা। 


এদিন রবি আজিয়াটার শেয়ারপ্রতি দর কমেছে ৪০ পয়সা। কোম্পানির লেনদেন হয়েছে চার কোটি ৯৭ লাখ তিন হাজার টাকার শেয়ার। লেনদেন শেষ এদিন দর দাঁড়িয়েছে ২৭ টাকা ২০ পয়সা, যা আগের কর্মদিবসে ছিল ২৭ টাকা ৬০ পয়সা।