জাতীয় ডেস্ক :
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চলছে অনুষ্ঠান।গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হলো হেলিকপ্টার বেলুন।শেখ হাসিনা পালানোর দিন স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।মঙ্গলবার (৫ আগস্ট) ঠিক দুপুর ২টা ২৫ মিনিটে শত শত দর্শকদের হাত থেকে উড়ে যায় বেলুনগুলো।
বেলুন হাতে শাহরিয়ার হাসান নামের একজন বলেন, গত বছরের এই দিনে ঠিক ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে হাসিনা পালিয়ে যায় ভারতে। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতেই এই হেলিকপ্টার বেলুন উড়ানো।রিয়াদুল বিন রিফাত নামের আরেকজন জানান, ছাত্র-জনতার ভয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হন। তার পালানোর মুহূর্ত স্মরণীয় করে রাখছি আমরা। এ যেন এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত।
জুলাই ঘোষণাপত্র বিকেল ৫টায়
বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। আয়োজক পক্ষ জানিয়েছে, এ ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সংস্কার রূপরেখা এবং অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ও অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরা হবে।
জনতার আশা— এই বর্ষপূর্তি শুধু অতীতের বিজয় নয়, বরং ভবিষ্যতের নতুন দিগন্তের সূচনা।