খেলা প্রতিনিধি :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রনহপুর রাইডার্স। সাকিব আল হাসানদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। পরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতার পরও জেমস নিশামের ৪৯ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানের সংগ্রহ গড়েছে রংপুর।
টসে হেরে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারেই তানভির ইসলামের বলে আন্দ্রে রাসেলের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন শামিম হোসেন। এরপর আরেক ওপেনার রনি তালুকদারও ফিরেন পরের ওভারেই। ফলে দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পরে রংপুর।
এদিকে দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে তখন সাকিব আল হাসানের সঙ্গী হিসেবে ছিলেন শেখ মাহেদী। তবে দলের বিপর্যয়ের সময় সাকিবও আজ নিজের ইনিংস বড় করতে পারেননি, রাসেলের বলে বর্ষণের মুঠোবন্দী হয়ে ব্যক্তিগত ৫ রানেই সাজঘরে ফিরেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে সাকিবের বিদায়ের পর ক্রিজে মাহেদীর সঙ্গী হন নিশাম। দলের প্রয়োজনের সময় তখন দুজন মিলে গড়েছিলেন ৩৯ রানের জুটি। এ দুজনের ব্যাটেই তখন সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিল রংপুর। তবে দলীয় ৬৬ রানে সুনীল নারাইনের বল উড়িয়ে মারতে গিয়ে মাহেদী আউট হলে ভাঙে এ জুটি। এরপর ব্যাট হাতে মাঠে নেমে ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন নিকোলাস পুরাণ। তবে তিনিও ফিরেছেন ১ চার এবং ১ ছয়ে ৯ বলে ১৪ রান করেই।
এদিকে একপ্রান্তে যাওয়া-আসা চলতে থাকলেও আজ ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন নিশাম। কুমিল্লার বোলারদের সামলে তিনি ঘুরিয়েছেন রানের চাকা। ৩১ বল খেলে ৪ চার এবং ৩ ছয়ে নিজের ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত তিনি খেলেছেন ৮ চার এবং ৭ ছয়ে ৪৯ বলে ৯৭ রানের অপরাজিত এক ইনিংস। ক্যারিবীয় এই তারকার হতক ছোঁয়া ইনিংসের সুবাদেই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।