দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দির প্রতিবাদে উত্তাল আলবেনিয়া - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 21 February 2024

বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দির প্রতিবাদে উত্তাল আলবেনিয়া

আলবেনিয়ার পতাকা হাতে পুলিশের সামনে প্রতিবাদ করছে একজন বিক্ষোভকারী। ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট।
আন্তর্জাতিক ডেস্ক :
আলবেনিয়ায় বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দি করে রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটির সমর্থনকারীরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে সরকারি ভবনে পেট্রোল বোমা মেরে প্রতিবাদ করে বিক্ষোভকারীরা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ ও দুর্নীতির অভিযোগ এনেছে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। দলটির নেতা সালি ব্যারিশ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাকে গত বছরের ডিসেম্বরের ৩১ তারিখ থেকে গৃহবন্দি করে রাখা হয়।


এরই জেরে পার্টির বিক্ষুদ্ধ সমর্থনকারীরা সরকারি ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোতায়েন করা হয়েছে হাজারেরও বেশি পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।