দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 24 March 2024

সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক


ক্রাইম প্রতিবেদক :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী মো. বিউটি খাতুনের বিরুদ্ধে আলাদা দুই মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (২৪ মার্চ) এ বিষয় দুদক উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, দুদক থেকে গত ২০ মার্চ এ বিষয়ে আলাদা দুইটি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। বগুড়া থেকে মামলা দায়ের করা হবে। সংস্থার উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম মামলা দুইটি দায়ের করবেন বলে জানা গেছে।


জানা গেছে, সাবেক এই এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকার ওপরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় আগামীকাল মামলা দায়ের করা হতে পারে।


উল্লেখ্য, রেজাউল করিম বাবলু একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। রেজাউল করিম বাবলু বগুড়া-৭ আসন থেকে ২০১৮ সালেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।