দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিএনপির মহাসচিবের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 23 August 2024

বিএনপির মহাসচিবের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক


রাজনীতি প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ ফারুক।


শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর ১২ টার দিকে।


বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা আমাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। তার মধ্যে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি— এই সব কিছু আলোচনায় এসছে এবং অবশ্যই আমাদের সকলের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে, পারস্পরিক সম্পর্ক রেখে, শ্রদ্ধা রেখে, সম্মান রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা আমরা এগিয়ে নিয়ে যওয়ার জন্য আলোচনা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের যে আঞ্চলিক সহযোগিতার বিষয়টা আছে, সেটাও আলোচনা হয়েছে। আমাদের পুরো দক্ষিণ এশিয়াতে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা কী করতে পারি, পুরো অঞ্চলটাকে নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি’— বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।