![]() |
ওপেনার টনি ১৪১ রানে অপরাজিত (২১১ বলে ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা) |
জহির ভুইয়া
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম থেকে
ভারতের বিপক্ষে সিরিজে লজ্জা পাবার পর প্রত্যাশা ছিল ঘরের মাঠে চেনা উইকেট মিরপুরে অতিথি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিরোধ গড়বে স্বাগতিক বাংলাদেশ। উল্টো মিরপুরের উইকেটে প্রথম দুই দিন শান্ত বাহিনীকে খুঁজেই পাওয়া যায়নি। মিরপুরের টেষ্টে বৃষ্টি কল্যাণে কোনক্রমে ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে বেঁচে গেছে। এবার শুরু সিরিজের শেষ দ্বিতীয় টেষ্ট। আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে দিন শুরু করে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে উইকেটে দেখে ও বুঝেই দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট হাতে তুলে নেয়। ফলাফল দিন শেষে ৩০৭/২।
দিনের শুরুতেই ওপেনিং জুটি ভাঙার সুযোগ হারায় বাংলাদেশ। লম্বা সময় পার করে দক্ষিণ আফ্রিকার ৬৯ রানের মাথায় এইডিনকে ৩৩ রান করার পর স্পিনার তাইজুল সাঁজঘরের পথ দেখান। এরপর তো দিনের বাকী-টা সময় ছিল দক্ষিণ আফ্রিকার আরেক ওপেনার টনি আর ওয়ান ডাউনে নামা ট্রিসটানের ব্যাটিং গল্পে ভরা এক উপন্যাস। তবে এটাও ঠিক বাংলাদেশ দল পাকিস্তানের পর ভারত আর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেষ্ট সিরিজ খেলে অনেকটাই ক্লান্ত। বাংলাদেশ দলের ক্রিকেটারদের ক্লান্তি স্পষ্টই মাঠে বোঝা গেছে।
ব্যাটিং উইকেটে তারপরও বাংলাদেশের বোলাররা চেষ্টা করেছে, সফর হয়নি। সফলতার দিকে দলকে দূরন্ত গতিতে টেনে নিয়ে গেছেন টনি আর ট্রিসটান জুটি। বিকেল ৪টার আগেই ওপেনার টনি নিজের টেষ্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আদায় করে নেন। অপর দিকে পাশে থাকা ট্রিসটানের ফিফটি হাঁকিয়ে প্রথম টেষ্ট সেঞ্চুরির পথে হেটে চলছেন। বাংলাদেশ দলের হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ আর মমিনুল হক সকলেই ব্যর্ধ চেষ্টা করলেন। কেউ এই জুটিকে ভাঙ্গতে সক্ষম হননি।
চট্টলার এই বিভাগীয় স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পিন বান্ধব। এর মানে প্রথম দিন থেকেই রানের বন্যার দেখা পাওয়া যায়। আজও সেটাই হয়েছে, চট্টগ্রামের এই উইকেটে আজ দক্ষিণ আফ্রিকা ছেলে-খেলা খেলেছে বাংলাদেশের বোলার বাহিনীকে নিয়ে। শেষ বিকেলে সোয়া ৪টার দিকে অতিথি দল যখন পানি বিরতিতে যায় তখন তাদের নামের পাশে দলীয় স্কোর ২৫৯/১, টনি ১১৭ রানে আর ট্রিসটান ৯৯ রানে অপরাজিত। পানি বিরতির পর ট্রিসটান নিজের প্রথম টেষ্ট সেঞ্চিুরর স্বাদ পেলেন ঠিকই তবে এরপর আর টিকলেন না বেশিক্ষণ। ১০৬ রানে বোল্ড হলেন সেই তাইজুলের স্পিন জাদুতেই। বিকেল ৫টার কয়েক মিনিট আগে ৩০৭/২ এ যখন খেলা শেষ হয় তখন টনি ১৪১ রানে আর নতুন ব্যাটার ডেভিড ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। কাল টেষ্টের দ্বিতীয় দিন।