দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। প্রথম ম্যাচ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কোচ সালাউদ্দিন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 10 December 2024

প্রথম ম্যাচ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কোচ সালাউদ্দিন


খেলার প্রতিনিধি:
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভালোই ব্যাটিং করেছিল বাংলাদেশ। রান পেয়েছিলেন দলের একধিক ব্যাটারও। তিন ফিফটিতে সেন্ট কিটসে প্রায় ৩০০ ছুঁইছুঁই একটা স্কোর দাঁড় করায় টাইগাররা। তবে বোলারদের ব্যর্থতায় হাই স্কোরিং ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। পরে হারের পর এই ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।



সেন্ট কিটসে সেদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। ব্যাটিং নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সন্তুষ্টি থাকলেও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন ভিন্ন কথা। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ জানালেন অন্তত ২০ রান কম করার কথা।


দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সালাউদ্দিন। সেখানেই বললেন এমন কথা, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য। যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’ 


বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে অবস্থান করছেআন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল অনুশীলনের সময় কোচদের সঙ্গে দেখা গেছে তাকে। এরপরেই বিভিন্ন প্রশ্ন উঠেছে বোর্ড সভাপতির উপস্থিতি নিয়ে। কিন্তু সেসব নিয়ে কথা বলেননি সালাউদ্দিন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই।  এর বেশি আসলে কথা হয়নি।’