দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। তালাক পেয়ে এক মণ দুধ দিয়ে গোসল যুবকের - durontobd

সংবাদ শিরোনাম

Sunday, 29 June 2025

তালাক পেয়ে এক মণ দুধ দিয়ে গোসল যুবকের


জীবনের গল্প :

তালাক পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের চা-দোকানি শাকিল মণ্ডল। যন্ত্রণাকর সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার বিষয়টি উদযাপন করতে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন।  আজ রোববার (২৯ জুন) স্টেশন এলাকাতেই চায়ের দোকানের জন্য কিনে রাখা এক মণ দুধ দিয়ে গোসল করেন চা-দোকানি শাকিল।


পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে নিজ এলাকা মাধনগর গ্রামের আঙ্গুরি খাতুনকে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিল। সংসার ভালোই চলছিল। একপর্যায়ে বেসরকারি একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি পান আঙ্গুরি।


 কিন্তু ক্রমশ আঙ্গুরি ও তার মায়ের সঙ্গে শাকিলের সম্পর্ক খারাপ হতে শুরু করে। বনিবনা না হওয়ায় দুবার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন আঙ্গুরি। গ্রামবাসীর মধ্যস্থতায় তাকে ফিরিয়ে এনেছিলেন শাকিল। তবে, এবার তালাকনামা পাঠিয়ে দেন আঙ্গুরি। আর এতে সন্তুষ্ট হয়ে দুধ দিয়ে গোসল করলেন শাকিল।


ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী, মান্নান সরদার, সোহাব মণ্ডল, ইউনুস প্রামানিক, মুক্তার হোসেনসহ অনেকের কাছে এ ধরনের ঘটনা তাদের এলাকায় বিরল। তারা জানান, বউ-শাশুড়ির নির্যাতনের কারণে তিনি আজ এক মণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছেন।


শাকিল মণ্ডল জানান, তিনি শত প্রতিকূলতার মধ্যেও চেয়েছেন সংসার করতে, কিন্তু পারেননি তার শাশুড়ির কারণে। সবার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিয়ে করবেন। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করে তৃপ্তি পেয়েছি।’