দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের এমপিরা বাংকারে লুকিয়েছে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 23 June 2025

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের এমপিরা বাংকারে লুকিয়েছে


আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলে একাধিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। সোমবার উত্তর ইসরায়েলে ব্যাপক বিমান হামলার পর জেরুজারলেমসহ বিভিন্ন শহরে সতকর্তাতা মূলক সাইরেন বেজে উঠে বলে লাইভ আপডেটে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।


জেরুজালেমে সাইরেন বাজার পর হোম ফ্রন্ট কমান্ডের সতর্কবার্তা পেয়ে নেসেটের (ইসরায়েলি সংসদ) আইনপ্রণেতারা কমিটির বৈঠক স্থগিত করে বাংকারে লুকিয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েলে।


প্রতিবেদনে বলা হয়েছে, যেসব এলাকায় সাইরেন শোনা গেছে সেসব অঞ্চলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোমাশেল্টারে অবস্থান করতে বলা হয়েছে।


ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, নাহারিয়া, গেশের হাজিভ, হিলা, মেওনা এবং মি’লিয়া শহরসহ বিভিন্ন স্থানে সাইরেন শোনা যাচ্ছে।


এই হামলার কিছুক্ষণ আগে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জারি হয়, যা ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলার অংশ বলেই মনে করা হচ্ছে।


এর কিছুক্ষণ আগেই লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোর কয়েকটি কমিউনিটিতেও সতর্কতা জারি হয়, যা ইরানের টানা হামলার অংশ বলেই ধারণা করা হচ্ছে।