দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ৫৯ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 16 June 2025

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ৫৯


আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১৭ জন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রে খাবার নেওয়ার চেষ্টা করছিলেন। তাদের ওপর গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।


কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দক্ষিণ গাজায় কমপক্ষে ১০ জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছে। এসব হামলায় আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের অনেককে রাফার রেড ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।


এছাড়া রবিবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছিটমহলের উত্তরে বেইত লাহিয়া শহরে দলবদ্ধ ফিলিস্তিনিদের ওপর গুলি চালালে আরও সাতজন নিহত হন।


মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আবাসিক ভবনে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।


রবিবার গাজার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা আলজাজিরাকে জানান, ক্ষুধার্ত পরিবারের জন্য খাবার খুঁজতে থাকা নেটজারিম করিডোরের কাছে একটি জিএইচএফ কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলের গুলিতে তিনজন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন।


মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আজ্জুম বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছে, ক্ষুধার্ত জনতাকে সতর্ক না করেই ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। যার ফলে অনেক বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে।


আহমেদ আল-মাসরি নামের এক ফিলিস্তিনি খাবার দেওয়ার কথা বলে ত্রাণকেন্দ্রে ডেকে নিয়ে গুলিবর্ষণকে ‘একটি ফাঁদ’ বলে বর্ণনা করেছেন।