দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। খামেনি কোথায় জানি, তবে এখনই হত্যা নয় : ট্রাম্প - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 18 June 2025

খামেনি কোথায় জানি, তবে এখনই হত্যা নয় : ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন, তা যুক্তরাষ্ট্র জানে, তবে আপাতত তাকে হত্যার পরিকল্পনা নেই।


স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা জানি, তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, তবে সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে এখনই হত্যা করছি না, অন্তত এই মুহূর্তে না।


ট্রাম্প আরো বলেন, আমরা চাই না যে বেসামরিক জনগণের ওপর বা আমাদের সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য শেষের দিকে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে, তারা ইরানে ইসরায়েলি হামলায় জড়িত নয়, যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা ও প্রযুক্তি পেয়ে আসছে।


ইরানে চলমান উত্তেজনা ও ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই বার্তাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকেরা মনে করছেন।