দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪১৬, মৃত্যু ১ - durontobd

সংবাদ শিরোনাম

Wednesday, 2 July 2025

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪১৬, মৃত্যু ১


স্বাস্থ্য ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১৬ জন। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৬৫ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।আজ বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন।


বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৩১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৯ হাজার ৭৪১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের।