দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 21 August 2025

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’


জেলার খবর :

‘আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব’— বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। এলাকা পরিদর্শনে গিয়ে ফেরার পথে কোম্পানীগঞ্জের ৩টি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের পর তিনি এ হুঁশিয়ারি দেন।


অভিযানের বিষয় নিশ্চিত করে কালবেলাকে নবাগত এ জেলা প্রশাসক বলেন, সাদাপাথর পরিদর্শন শেষে ফেরার পথে ৩টি স্পটে দেখি অনেক সাদাপাথর। তারা ট্রাকের ভেতরে প্রথমে সাদাপাথর তুলে তার উপরে এলসি পাথর দিয়ে ঢেকে দেয়। সেই পাথরগুলো জব্দ করে সেখানে নির্দেশ দিয়েছি যাতে সেখান থেকে একটি পাথর না সরানো হয়।


সারোয়ার আলম আরও বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে।


তিনি আরও বলেন, জনগণই আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।


এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারোয়ার আলম। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই উন্নয়ন হতে হবে, পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন।


এরপর ডিসি সারোয়ার আলম সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।