দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিএসএফ মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, 22 August 2025

বিএসএফ মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে


মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৪৫) নামের এক কৃষককের ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 


গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ইকবাল হোসেন কুতুবপুর গ্রামের মৃত জারাফত মন্ডল।


ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, দুপুরে মাঠে ধান লাগানোর কাজ করে বাড়িতে আসে। খাওয়া-ধাওয়া শেষে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমানা থেকে তাকে ধরে মারতে মারতে বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে। বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও গতকাল বিএসএফ তাতে সাড়া দেয়নি। 


তবে আজ শুক্রবার (২২ আগস্ট) এই ঘটনাকে কেন্দ্র করে পতাকা বৈঠক হওয়া কথা রয়েছে। 


কুষ্টিয়া ৪৭ বিজিবির আওতাধীন এলাকা মেহেরপুরের কুতুবপুর সীমান্ত। এর সীমান্ত পাহারার দায়িত্বরত বিজিবি কাথুলী কোম্পানী কমান্ডারের মোবাইলে কয়েকবার কল দিলেও কোন সাড়া মেলেনি।