ক্রাইম ডেস্ক :
রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার (১ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটারসাইকলেটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলশানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলায় শুক্রবার সকালে জানে আলম অপুকে গ্রেপ্তার করে ডিবি। রাজধানীর গোপীবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জানে আলম অপু চাঁদাবাজির টাকা দিয়ে ওই ইয়ামাহা মোটরসাইকেল কিনেছেন বলে স্বীকার করেছেন। উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, অপুসহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নগদ অর্থ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।