দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 25 August 2025

স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


ক্রাইম ডেস্ক :

ঢাকার আশুলিয়ায় শান্তা ইসলামকে হত্যার দায়ে স্বামী বেলাল হোসেন কাজী ওরফে সালমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এই রায় দেন।বিচারক রায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।


আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খান মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালমান বাইপাইলে সাইকেল স্টোরে আর শান্তা একটি পোশাক কারখানায় চাকবি করতেন। আশুলিয়ায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা। পারিবারিক কলহের জেরে ২০০৯ সালের ৫ জুন শান্তাকে শ্বাসরোধে হত্যা করে সালমান।


এ ঘটনায় বাড়িওয়ালা সার্জেন্ট (অব.) আব্দুল মান্নান ওইদিনই আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সালমানকে অভিযুক্ত করে একই বছরের ১০ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন আশুলিয়া থানার এসআই খন্দকার সামছুজ্জামান। বিচারকাজ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।