দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 5 August 2025

মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু


জাতীয় ডেস্ক :

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এ অনুষ্ঠানটি ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে শুরু হয়।


শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’গানটি পরিবেশন করেন। দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী।


আয়োজনে আরও যা থাকছে


অনুষ্ঠানে টংয়ের পরিবেশনা হবে। এরপর পর্যায়ক্রমে থাকবে কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদের পরিবেশনা, তাশফির গান।তারপর থাকবে চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস, ওয়ারফেজের পরিবেশনা।অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।


অনুষ্ঠানে থাকছে নামাজের বিরতিসহ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’পাঠ ও ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।এই আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা। তারা বলছেন, ‘এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।’