দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভারত থেকে এলো ৫২৫ মেট্রিক টন চাল - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 25 August 2025

ভারত থেকে এলো ৫২৫ মেট্রিক টন চাল


অর্থনীতি ডেস্ক :

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দীর্ঘ চার মাস পর আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মোট ১৫টি ট্রাকে দুই চালানে ৫২৫ মেট্রিক টন মোটা চাল বন্দরের ৩১নং ইয়ার্ডে প্রবেশ করেছে। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।


শামীম হোসেন জানান, রোববার (২৪ আগস্ট) রাত ৮টা পর্যন্ত ছয়টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল প্রবেশ করেছে। এর আগে, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টা পর্যন্ত ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। চাল আমদানিতে দেশের বাজারে চালের দাম কমে আসবে।


আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দুই চালানে ১৫টি ট্রাকে ৫২৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। 


চালের এই চালান বন্দরে প্রবেশ করেছে। চাল ছাড় করণের জন্য আমদানিকারকের পক্ষে বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ। আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।


সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান জানান, চাল ছাড় করার জন্য বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করেছি। সোমবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চালগুলোর খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।


বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, চার মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুই চালানে মোট ৫২৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।


বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চালের চালান দ্রুত ছাড় করার জন্য বন্দরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, এই বন্দর দিয়ে চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল।