দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দিনমজুর কিশোরকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 12 August 2025

দিনমজুর কিশোরকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল


নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় এক দিনমজুরকে বেধড়ক পেটাচ্ছেন ইউএনও এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা আলোচনা সমালোচনা করছেন।


তবে যাকে পেটাচ্ছেন তার সঙ্গে বা যিনি ঘটনাটি সামনে এনেছেন তাদের কারোর সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না।


ভিডিও পর্যালোচনা ও একটি মামলার কপির সূত্র ধরে জানা গেছে গত ২৪ মার্চ ভিজিএফের চাল বিতরণ নিয়ে এই ঘটনার সূত্রপাত।


বানিয়াজান ইউপি পরিষদ হলরুমে দুর্জয় নামের একজনকে গত ২৪ মার্চ সোমবার বেলা ১১টার দিকে মারধর করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা (৩৮)।


এ ঘটনায় আটপাড়া আমলী আদালতে রায়হান নামের একজন গতকাল সোমবার ১১ আগস্ট একটি মামলা দায়ের করেন।


মামলায় ৩২৬/৩০৭ দণ্ডবিধিতে ইউএনও রুয়েল সাংমাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 


আদালত সূত্রে অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পিবিআই এই ঘটনার তদন্ত করবে বলে আদালত সূত্রটি জানায়।


এদিকে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার ও নেত্রকোনার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত এডিশনাল পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, আমরা অফিসিয়ালি এখনো কোনো অভিযোগ পাইনি। হয়তো আইনগত প্রক্রিয়া শেষে পাঠাবে। অভিযোগটি পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।


তবে এ ঘটনায় বাদী বিবাদী কারোরই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলার অভিযোগে উল্লেখ রয়েছে ভিজিএফের চাল বিতরণের সময় নিয়ম শৃঙ্খলা ছাড়া চাল দেওয়া হচ্ছে এমন প্রতিবাদ করায় ওই যুবককে পেটান ইউএনও। তবে এই ঘটনা দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রেখেছে একটি মহল। যুবদলের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে নানা ধরনের গন্ডগোল হয়। এরপরে সে সব ঘটনায় আবার মীমাংসাও হয়।


অন্যদিকে রুয়েল সাংমার বিরুদ্ধে ২০২২ সালে খালিয়াজুরী উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে গুদামের এক লেবারকে বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের সভাপতি করা ও পি আই সি দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে ময়মনসিংহ দুদক বরাবর লিখিত অভিযোগ করেন মো. শফিকুল ইসলাম তালুকদার নামের খালিয়াজুরীর এক কৃষক। কিন্তু সেই অভিযোগও আলোর মুখ দেখেনি। তখনকার সময়ে এই কর্মকর্তাকে শুধু অন্যত্র বদলি করা হয়েছিল।