আন্তর্জাতিক ডেস্ক :
অতিরিক্ত কেবিন ব্যাগেজ নিয়ে উত্তাল হলো ভারতের শ্রীনগর বিমানবন্দর। ব্যাগেজ নিয়ে তর্কের এক পর্যায়ে সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্পাইসজেটের চার কর্মীকে মারাত্মকভাবে মারধরের অভিযোগ উঠেছে।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিমান সংস্থাটি রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, ওই যাত্রী অনুমোদিত সীমার প্রায় দ্বিগুণ ওজনের দুটি কেবিন ব্যাগেজ নিয়ে প্রবেশ করতে চাইলে কর্মীরা নিয়ম অনুযায়ী অতিরিক্ত ফি চাওয়ার পরই তিনি হিংস্র হয়ে ওঠেন। তখন তিনি ওই কর্মীদের মারধর শুরু করেন।
সংস্থাটি আরও জানায়, অভিযুক্ত সেনা কর্মকর্তা ফি দিতে অস্বীকৃতি জানিয়ে ‘বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন না করেই জোরপূর্বক অ্যারোব্রিজে প্রবেশ করেন’। এটি বিমান চলাচল নিরাপত্তা প্রটোকলের স্পষ্ট লঙ্ঘন।