আন্তর্জাতিক ডেস্ক :
কানাডায় সড়ক দুর্ঘটনা ৩ বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। টরেন্টো নগরীর মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী মারা গেছেন। সবচেয়ে আলোচিত ঘটনা কণ্ঠশিল্পি কুমার বিশ্বজিতের ছেলে আহত।
বিশ্বজিতের ছেলের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্টজনরা। এ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন বলেও জানা গেছে।
কানাডার টরেন্টোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। দেশটির স্থানীয় সময় সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড়। চিকিৎসকরা তাকে আরও ৬/১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশুনা করছিলেন বলে জানা গেছে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়েই কানাডার পথে রওনা দিয়েছেন কুমার বিশ্বজিৎ। নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।