দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, February 12, 2023

সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

খেলার প্রতিবেদক :

বিপিএল ২০২৩ আসরে শীর্ষ দল সিলেটকে৪ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করল ৩ বারের বিপিএল শিরোপা জয়ী কুমিল্লা। সিলেট ১২৫ অলআউট ১৭.১ ওভার আর কুমিল্লা ১৬.৪ ওভারে ১৩০/৬।

আজ মিরপুরের উইকেটে টস জিতে বল হাতে তুলে নিয়ে মাশরাফির সিলেটের ব্যাটিং মেরুদন্ড ভেঙ্গে দেয় কুমিল্লা। যে কারণে সিলেটের স্কোর ১২৫ রানের বেশি হয়নি। তবে এটাও ঠিক দুই তারকা মাশরাফি আর মুশফিক না থাকলে আজ সিলেট ১২৫ রানও করতে পারত কি না সন্দেহ ছিল।

সিলেটের স্কোরটা অনেকটা স্কুলের অংকের নামতার মতোই।  ৬ রানে প্র্রথম, ৭ রানে  দ্বিতীয় আর ১৬ রানে তৃতীয় উইকেট হারায় সিলেট। ৩ উইকেটে সিলেটের মতো দলের স্কোর ১৬! ক্রিজে ওপেনার শান্ত বার অধিনায়ক মাশরাফি। কিন্তু  দলের ৭২ রানে মাশরাফি ফেরত গেলেন। শান্ত আর মুশফিক এবার রানের চাকা সচল রেখে উইকেট আগলে রাখার মিশনে। ৩৮ রান করে ফেরত গেলেন শান্তও। ৭৮ রানেই সিলেটের ৫ উইকেটের পতন হয়ে গেছে! যে কারণে ১৭.১ ওভারে অলআউট ১২৫ রান।

মাত্র ১২৬ রানের মিশনে কুমিল্লার লিটন আর বিদেশী সংগ্রহ সুনীল নারিন ক্রিজে। তবে লিটন ৭ রান করেই ফেরত গেলেন, দলের সংগ্রহ তখন ৩২/১। সুনীল ৩৮ রানে আউট, স্কোর ৪.৪ ওভারে ৪৮/২। ততীয় উইকেটে জনসন আর ইমরুল তখন ক্রিজে।

দলের স্কোর ৫৮ রান তখন জনসন ফেরত গেলেন ৪ রান করে রান আউট হয়ে। আর ইমরুল কায়েস ফিরলেন ১৫ বলে ১৩ রানে। ৪ উইকেটে ৭৩ রান, ক্রিজে মোসাদ্দেক সৈকত আর ইংল্যান্ড এর মঈন আলী। স্কোর ১৩.২ ওভারে ১০০/৪,  ৪০ বলে ২৬ রাান হলেই কুমিল্লার ফাইনাল মিশন সফল হয়।

১৫.১ ওভার শেষে স্কোর যখন ১১২/৬ তখন মাথার উপরে ক্যাচ দিলেন বিগ হিটার আন্দ্রে রাসেল, কিন্তু অপর প্রান্ত থেকে দৌড়ে গিয়েও গ্লাভসে রাখতে পারলেন না মুশফিক।  ১৬.৪ ওভারে ১২৪/৬, আন্দ্রে রাসেল সোজা এক ছক্কা মারলেন বাতাসে ভেসে কুমিল্লা ফাইনালে পৌছে গেল।