খেলার প্রতিবেদক :
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৩-১৬ মার্চ পর্যন্ত মিরপুরস্থ’ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে “ওয়ালটন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা-২০২৩” অনুষ্ঠিত হবে।
আজ ২৩ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভা কক্ষে উল্লেখিত প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব এফ,এম ইকবাল বিন আনোয়ার ডন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক জনাব এ্যাডঃ ফজলে রাব্বি বাবুল সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
