এ্যালিমেন্টের ম্যাচ মানেই তো এক দল বাদ পড়বে। বিপিএলের এ্যালিমেন্টের ম্যাচে ৩য় দল রংপুর আর ৪র্থ দল বরিশাল দুপুরে ব্যাটে-বলে যুদ্ধে নামে। তাতে ৪ উইকেটে হেরে বিদায় নেয় বরিশাল। যা কি-না ছিল প্রায় সকলের কাছেই অপ্রত্যাশিত।
এর পেছনে মুলত দায়টা না-কি সিলেটে বরিশালের ঢাকার বিপক্ষে হার, এমনটাই মনে করেন বরিশালের কোচ ফাহিম স্যার। কিন্তু এছাড়াও বিপিএলের শেষ ভাগে এসে বিদেশী ক্রিকেটারদের নিয়ে টানাটানির ঘটনা ঘটেছে পর্দার পেছনে। এই টানাটানিতে হেরে গেছে বরিশাল, সাথে ম্যাচটাও।
রংপুরে যাবার কথা ছিল না ্রব্রাভোর, অথচ আজ এ্যালিমেন্টের ম্যাচে রংপুরের হয়ে খেলছেন ব্রাভো। আর বরিশালের সবচেয়ে মারকুটি হিটার ব্যাটসম্যান ইফতেকার অন্য আসর খেলতে চলে গেছেন আরো আগেই। সব মিলিয়ে বরিশালের শক্তিমত্তা আগের মতো ছিল না।
এটা স্বীকার করে নিয়ে হারের পর বরিশালের মালিক মিজানুর রহমান প্রকাশ্যেই বলে দিলেন, ইফতেখার থাকলে আজ ২ শত রানের বেশি হত। এছাড়া আমি মনে করি যারা পুরো আসরে ভাল খেলেছে তাদের নিয়ে েএকাদশ সাঁজালে ভাল হত। কিন্তু একাদশ আর ব্যাটিং লাইনআপ সেট করে কোচ আর টিম ম্যানেজম্যান্ট। এখানে আমার কথা বলা উচিত না্। তাই আমি কোন কথা বলিনি। আমরা দলের কোন ক্রিকেটারের বিষয়ে নাক গলাই না।
তবে যদি এই সময়েই আগামী বিপিএল আসর আয়োজন করা হয় তাহলে আমি দল দেব না এটা পরিস্কার। নির্দিষ্ট ভাবে একজন ক্রিকেটারকে যদি পুরো বিপিএলের জন্য না পাই তাহলে দল নিয়ে লাভ কি? আসলে কথা বলা মতো অনেক কিছুই আছে।’
