খেলার প্রতিবেদক :
বিপিএলের শুরুকে তেমন ভাবে কেউ সিলেট স্ট্রাইকারকে আমলে নেয়নি। অথচ সেই সিলেট মাশরাফির হাত ধরে টানা একের পর এক ম্যাচ জিতেছে। মাঝে হেরেছে কয়েকটি ম্যাচ। শেষ অবদি পয়েন্ট টেবিলে ১ নম্বর দল হয়েই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল।
অথচ হতাশ করে কুমিল্লার বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে। বিপিএলের নিয়ম অনুয়ায়ী ১ নম্বর দল কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও আরো একটি সুযোগ পায়।
সে হিসেবে এ্যালিমেন্টের ম্যাচে জয়ী দল রংপুরের বিপক্ষে কাল রাতে শেষ সুযোগ। কাল যে দল জিতে যাবে তারাই ১৬ তারিখ ৯ম বিপিএল আসরে কুমিল্লার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে।
কিন্তু কাল জয়টা সহজ হবে না সিলেটের জন্য।
কারণ লীগ পর্বে সিলেট পর পর দুই বারই হেরেছে রংপুরের বিপক্ষে। এ হিসেবটা তো অবশ্যই কাল মানসিকতায় আঘাত হানবে।
গেল মাসে ২৭ জানুয়ারী মিরপুরের উইকেটে সিলেটের বিপক্ষে ২৬ বল না খেলেই রংপুর ৬ উইকেটে জয় তুলে নেয়।
এ মাসে ৪ তারিখ মিরপুরের উইকেটে সিলেটের বিপক্ষে ১২ বল না খেলেই রংপুর ৮ উইকেটে জয় তুলে নেয়।
স্বাভাবিক ভাবেই ২০১৭ সালে বিপিএল শিরোপা জয়ী রংপুরর বিপক্ষে দুর্দান্ত খেলতে হবে সিলেটকে। কারণ আগের ৮ আসরে ২০২৩ সালেই সিলেট সেরা পারফর্মেন্স দেখিয়েছে। যদি ফাইনালে উঠে সিলেট, তাহলে এটা হবে সিলেটের প্রথম বিপিএল ফাইনাল।
