দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দায়িত্বহীন বিসিবিতে অনেক কিছুই হচ্ছে - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 27, 2023

দায়িত্বহীন বিসিবিতে অনেক কিছুই হচ্ছে

খেলার প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৩ সালের শুরুতে পেশাদারিত্বের নমুনা দেখাতে পারছে না।

অতিথি ইংল্যান্ড দল ঢাকায় পা রাখার আগেই বোমা মারলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। দলের ড্রেসিং রুমে তামিম-সাকির সম্পর্ক নষ্টের খবর ঘোষণা দিয়ে হৈ-চৈই ফেলে দিলেন।

এ নিয়ে এখনো পুরো ক্রিকেটাংন গরম হয়ে আছে। এরই মধ্যে ঘটে গেল আজ আরেক অপেশাদায়িত্বে নমুনা।
বিসিবি আগের দিন নিয়ম মেনেই ঘোষণা দিল আজ ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা দেবার কথা। কিন্তু ঘোষণা অনুয়ায়ী সাড়ে ১১টার পর জানা গেল আনুষ্ঠানিক স্পন্সরের নাম ঘোষণার সংবাদ সম্মেলন হচ্ছে না!

মিডিয়া যথা সময়ে হাজির, বিসিবির কর্তা ব্যক্তিরাো প্রস্তুত, অথচ স্পন্সর কোম্পানী দেখা নেই।

কিন্তু কেন? বিসিবির ইতিহাসে তো এখন লজ্জা জনক ঘটনা আর হয়নি।

ডিজিটাল এই যুগে এমনটা কেন হচ্ছে? বিসিবির মার্কেটিং বিভাগ আছে কি জন্য?
এমনই অনেক প্রশ্ন জন্ম দিয়েছে আজ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত না হবার কারণে।

তবে দার এড়াতে বিসিবি সিইো নিজাম উদ্দিন সুজন বাধ্য হয়ে মঞ্চে উঠে সাংবাদিকদের বলেন, আমাদেরে কোন সমস্যা নেই। আসলে স্পন্সর কোম্পানী নিজস্ব কিছু কাজ শেষ করতে পারেনি বলেই আজ ঘোষণা করা যাচ্ছে না।‘
ভেতরের খবর জানা গেল, বিসিবি স্পন্সরশীপ বিক্রি করেছে ইম্পেস মাত্রা নামের একটি কোম্পানীর কাছে। মাত্রা বিক্রি করেছে অন্যদের কাছে। সেই অন্যদের মধ্যে মিস্টার হোয়াইডের কাছে আর মধুমতি ব্যাংকের কাছে।
কিন্তু দুই স্পন্সর কোম্পানীর সাথে মাত্রার চুক্তিতে গলদ ছিল বলেই স্পন্সর কোম্পানী সংবাদ সম্মেলন করেনি।
যে কারণে লজ্জায় পড়তে হলো বিসিবিকে। বিসিবি মার্কেটিং বিভাগ আর বিসিবির শীর্ষ মহল করছে এ প্রশ্নো শুনতে হয়েছে আজ।
তবে বিসিবিতে যে এখন যা ইচ্ছে তাই চলছে এর প্রমান আজ হয়ে গেছে। দায়িত্বহীনতার এক নমুনা দেখালো বিসিবি।