খেলার প্রতিবেদক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল শুরু হওয়ার আগে মিরপুরের ২২ গজি উইকেটের উত্তর দিকে তৈরি বিশেষ মঞ্চে বিকেল থেকে সন্ধ্যা অবদি মাতিয়ে রাখল তিন ব্যান্ড দল। যদিও বিপিএল আসরের শুরুতে কোন আয়োজনই করেনি। শেষ বেলায় যেন সম্মানটা ধরে রাখা আর-কি!
ফাইনাল ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।যেখানে পারফর্ম করছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল।
দুপুরের পর মেলায় যাইরে সেই বিখ্যাত মাকসুদ টানা কয়েকটি গান গেয়ে নেমে গেলেন। এরপর উঠল ওয়ার্ফেজ। তবে সবার দৃষ্টিতে ছিল সেই নগর বাউলের জেমসের দিকে।
বিকেলের পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা অবদি টানা গেয়ে গেলেন জেমন। একে একে গেমের কণ্ঠে আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গান মিরপুরের গ্যালারিতে ২৬ হাজার দর্শক গেয়ে উঠল ওরে ওরে হাওয়া। এছাড়া জেমসের নিজের গান নো জানে কই বিথ্যাত হিন্দি গানটি ছিল শেষ আকর্ষণ।
সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ফাইনালে অংশ নিবে এই আয়োজন করে আয়োজক কমিটি।
