ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটায় রাস্তা কেটে খাল বানানোর অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটা গ্রামে রাস্তা কেটে খাল বানানোর অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা আউয়াল মিয়া,সিরাজ মিয়া ও রাকিব খান সহ অনেকেই জানান রাস্তাটি কেটে এলাকার কিছু দুষ্কৃতকারী খালে পরিনত করেছে যার ফলে ৭০টি পরিবার সহ এলাকার মানুষের চরম কষ্ট হচ্ছে চলাচলের এমনকি একজন মারা গেলে লাশ নিয়ে কবরস্থানে যেতে পারছে না।
তারা আরো জানান,কাইউম,মিজানুর রহমান কালাম গংদের বাধার কারনে রাস্তাটা করতে পারছি না। গত ২৬ জানুয়ারী ২০২৩ তারিখে মালন খার বাড়ী হইতে পশ্চিমে ১০০ ফুট রাস্তাটি পুনঃনির্মানের জন্য নবীনগর উপজেলা নির্বাহীকর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন এলাকাবাসীর পক্ষে রাকিব খান,তার আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মাহমুদা জাহান সার্ভেয়ার কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে সার্ভেয়ার রফিকুল ইসলাম মেরকুটা মৌজার ৭৭৩ নং দাগে রাস্তার সীমানা নির্ধারন করে প্রতিবেদন দাখিল করেন। সেচ প্রকল্পের মালিক মফিজুল হক ও নজরুল ইসলাম জানান এখানে কোন খাল নেই পানি চলাচলের জায়গা এটা না এখানে রেকর্ডে রাস্তা।
ইউপি সদস্য দানিস মিয়া জানান, আমি ইচ্ছে করলে ঝামেলাটা শেষ করে দিতে পারি কিন্তুু দুই পক্ষের মিলিত ভাবে ঝামেলাটা শেষ করতে হবে এবং রাস্তা ও পানি চলাচলের ব্যবস্থা দুটোই করতে হবে।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারুল বলেন,আমি নিজে ওখানে গিয়েছি এখনো সেখান খাল দেখেছি কিন্তুু রেকর্ড দেখি নাই তবে কিছু লোকের রাস্তা হলে সুবিধা আর কিছু লোকের রাস্তা না হয়ে খাল থাকলে সুবিধা।
