দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সিলেটের মানসিকতা নষ্ট হয়নি - সহকারী কোচ সৈয়দ রাসেল - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 13, 2023

সিলেটের মানসিকতা নষ্ট হয়নি - সহকারী কোচ সৈয়দ রাসেল

খেলার প্রতিবেদক :

বিপিএলে গেল ম্যাচে সিলেট শীর্ষ দল হয়েও কুমিল্লার বিপক্ষে হেরে গেছে ১ম কোয়ার্টার ফাইনালে। এখন তাদের সামনে শেষ ‍সুযোগ কাল রংপুরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া। যদিও সেটা সহজ হবে না। কারণ লীগ পর্বে রংপুরই একমাত্র দল যারা শীর্ষ দল সিলেটকে টানা দুই বার পরাজয়ের স্বাদ দিয়েছে।

সেই দলটি এ্যালিমেন্টের ম্যাচে বরিশালকে হারিয়ে সুযোগ ধরে রেখেছে। তাদের বিপক্ষে কাল কি সিলেট পারব? এ সব বিষয়টি খোলামেলা কথা হয় সিলেটের সহকারী কোচ সৈয়দ রাসেলের সাথে।

এর উল্লেখযোগ অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো --

প্রশ্ন : রংপুর একমাত্র দল যারা লীগ পর্বে সিলেটকে হারিয়েছে। কাল বিপিএলে ফাইনালে যাবার সুযোগ সুযোগ। প্রতিপক্ষ সেই রংপুর, আপনার চিন্তা ধারা কি ?

সৈয়দ রাসেল : রংপুর ২টা ম্যাচে হারিয়েছে এটা ঠিক। কিন্তু টি২০ ম্যাচে নির্দিষ্ট দিনে যারা ভাল খেলে তারাই জিতবে। আগে কি হয়েছে সেটা ভেবে লাভ নেই।

প্রশ্ন : রংপুর ২টা ম্যাচে জেতার কারণে কি কাল মানসিক ভাবে এগিয়ে থাকবে?

সৈয়দ রাসেল : এটা ঠিক যখন একটা দল জয়ের ধারায় থাকে তখন মানসিক ভাবে এগিয়ে থাকে। তাছাড়া শেষ ম্যাচে রংপুর বরিশালকে হারিয়ে দিয়েছে। স্বাভাকিব ভাবেই ওরা মানসিক ভাবে অনেকটা এগিয়ে রয়েছে।

প্রশ্ন : শেষ ম্যাচে সিলেট কুমিল্লার বিপক্ষে যেভাবে হেরেছে তাতে কি মনে হওয়া স্বাভাবিক না সিলেটের আত্নবিশ্বাসে ঘাটতি আছে?

সৈয়দ রাসেল : দেখুন বিপিএল আসরে আমার টানা জিতেছি। এরপর একটা ম্যাচে হেরেছি এরপর আবার কামব্যাক করেছি। আমাদের পারফর্মেন্সে মিশ্রণ ছিল। সে হিসেবে যদি বলে শেষ ম্যাচে হেরে আমরা মানসিক ভাবে ডাউন হয়ে গেছে, তাহলে ভূল হবে। আমরা ভূল শেষে শিক্ষা নিয়েছি। আমরা ভূল থেকে শিক্ষা নিয়ে যদি কাজে লাগাতে পারি তাহলে সফলতার সুযোগ বেশি থাকে। আমি মনে করি আমাদের ক্রিকেটাররা শেষ ম্যাচে যে ভূল গুলো করেছে সে গুলো থেকে বের হয়ে নতুন কিছু করবে। আমি  মনে করি না দল মানসিক ভাবে ডাউন, উল্টো শেষ ম্যাচ শেষ থেকে শিক্ষা নেবে।

প্রশ্ন : সিলেট দলের শক্তিতে কোন ঘাটতি আছে? 

সৈয়দ রাসেল : ইমাদ চলে যাওয়াটা অবশ্যই একটা ঘাটতি। দল যেভাবে এগিয়ে যাচ্ছিল সেখানে বাধা গ্রস্থ হয়েছে। ইমাদের চলে যাওয়াটা আমাদের জন্য একটা ধাক্কাই বলা যায়। তারপরও শেষ ম্যাচে ১২৬ কোন রানই না। যেখানে কুমিল্লার মতো দলের ৬ জনে আউট করে আমনা চাপে রাখতে পেরেছিলাম। সে হিসেবে চিন্তা করলে কুমিল্লা বেটার টিম ছিল। তারপরও কিন্তু আমরা ফাইট করেছি। আমি তো মনে করি ১৫০ রান করতে পারলে আর কয়েকটা ক্যাচ ধরতে পারলে কুমিল্লার বিপক্ষে জেতার সুযোগ ছিল আমাদের। আসলে টি২০ ম্যাচে চেহারা দেখে খেললে খেলা হয় না। টি২০ ম্যাচে যদি দিনটা আপনি বানাতে পারেন তাহলে দেশী হউক আর বিদেশী ক্রিকেটার কোন সমস্যা নেই। ছোট দল হউক আর  দল হউক যে ভাল খেলবে সেই জিতবে।

সূত্র : বিপিএল সিলেট মিডিয়া সেল