দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ১০১ দেশে থাকা বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 27, 2023

১০১ দেশে থাকা বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন

জাতীয় প্রতিবেদক :

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে আরও ৪৪টি দেশ যুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশি নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব সুবিধা বাড়ানো হয়েছে। আগের ৫৭টি দেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব সুবিধা ছিল। এখন এ সুবিধা ১০১টি দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকরা পাবেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। 

সচিব বলেন, আগে ৫৭টি দেশের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিরা ওইসব দেশের পাশাপাশি বাংলাদেশেরও নাগরিক হিসেবে সব সুযোগ সুবিধা ভোগ করতেন। এখন আরও ৪৪টি দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন বাংলাদেশিরা। এজন্য এসব দেশ যুক্ত করে বিভিন্ন দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেওয়ার বিষয়ে এসআরও জারির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিব বলেন, আগের ৫৭টি দেশে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্বের সুবিধা ছিল। নতুন করে ৪৪টি দেশ যুক্ত হওয়ায় এখন মোট ১০১টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন।