ক্রাইম প্রতিবেদক:
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতারের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আনারুল ইসলাম দোলন জানান, বিকালে সাড়ে ৪টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই আগুনে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
