দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে চাকরি জাতীয়করনের দাবি - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, February 26, 2023

শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে চাকরি জাতীয়করনের দাবি

চট্টগ্রাম প্রতিবেদক :

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার অভিষেক ও নবগঠিত আঞ্চলিক শাখার প্রথম সভা  রোটারী সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

আঞ্চলিক শাখার সভাপতি এম,এ,ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসেডিয়াম সদস্য আবদুর রাজ্জাক, আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা মো: মুহিব্বুর রহমান চৌধুরী, উপদেষ্টা গোলাম রহমান, ফৌজুল আজিম চৌধুরী, সাখাওয়াত হোসাইন তালুকদার প্রমূখ। আঞ্চলিক কমিটির যুগ্মসচিব মো;জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সহ সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর, মো আলমগীর কবির, আবদুচ্ছাত্তার মজুমদার, বিম্বিসার খীসা,সচিব কমল কান্তি ভৌমিক, নির্বাহী সচিব মো:সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্মসচিব নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সভাপতি মো:মাহফুজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক, সদস্য আবুল হাশেম, প্রতীক চন্দ্র দে, খায়রুল বাসার, অধ্যক্ষ মো:জাহাঙ্গীর আলম, মুহম্মদ মুজিবুর রহমান, এম.এ মোমিন হাজারী প্রমূখ। সভায় পরীক্ষা ও অর্থ উপকমিটি গঠন সহ সংগঠন এর কার্যক্রম বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়কীণের জন্য সরকার এর নিকট জোর দাবী জানানো হয়।৷