খেলার প্রতিবেদক :
বিসিবি মানেই এখন হ-য-ব-র-ল একটি প্রতিষ্ঠান। বিপিএল ২০২৩ হ-য-ব-র-ল এর মধ্য দিয়ে শেষ হয়েছে। বিপিএলের শুরুতে কোন ক্রমে সংবাদ সম্মেলনটা হল, এরপর কোন উদ্বোধনী হল না। ডিআরএস নিয়ে কত হৈ-চৈ আর মিস ম্যানেজম্যান্ট তো ছিলই।
এরপর ঘরের মাঠে হোম সিরিজ, খেলা মাঠে গড়ানোর আগেই চরম ভাবে বিসিবি নিজে লজ্জায় পড়েছে সাথে পুরো দেশকে লজ্জায় ফেলেছে।
সিরিজের প্রথম ম্যাচের টিকিটে অথিতি দেশেল পতাকা ভূল!
আর আজ পাওয়অ গেল বিসিবির এ্যাক্রিডিটেশন কার্ডেই ভূল! কতটা দায়সা কাজ হলে দায়িত্বে কাজ করতে আসা লেভারদের কার্ডে লেখা উল্টো হতে পারে! সে প্রমানই আজ পাওয়া গেল মিরপুরে লেভার হিসেবে কাজ করতে আসা বিপুল দাসের কার্ডে।
