খেলার প্রতিবেদক :
জিমন্যাস্টিকসে সেরা চট্টগ্রাম বিভাগ-
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর জিমন্যাস্টিকসে পদকের লড়াইয়ে তরুণ-তরুণী দুই বিভাগ মিলিয়ে সেরা হয়েছে চট্টগ্রাম। জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এই ডিসিপ্লিনে ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক জিতেছে চট্টগ্রামের তরুণ-তরুণীরা। ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে ঢাকা বিভাগ। রাজশাহী ৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় এবং খুলনা ১টি ব্রোঞ্জ নিয়ে হয়েছে চতুর্থ। তরুণ বিভাগের দলগত অবস্থানের তালিকায় সেরা চট্টগ্রাম এবং তরুণী বিভাগে সেরা হয়েছে ঢাকা বিভাগ।
আজ শুক্রবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। এ সময় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু উপস্থিত ছিলেন।
তরুণদের ব্যক্তিগত ইভেন্ট প্যারালাল বারসে ঢাকা বিভাগের জীবন ত্রিপুরা ১১.১০ স্কোর করে স্বর্ণ জেতেন। এই ইভেন্টে রৌপ্য এবং ব্রোঞ্জ পদকও জিতেছে চট্টগ্রামের দুই তরুণ নিঝুম খীসা এবং তনুরায় ত্রিপুরা। আর তরুণী ফ্লোর এক্সারসাইজে স্বর্ণ জিতেছেন চট্টগ্রামের বনফুলি চাকমা। তিনি স্কোর করেন ১১.৮৫। রৌপ্য এবং ব্রোঞ্জ জেতেন যথাক্রমে ঢাকা বিভাগের মেমে সিং মারমা ও কৈনাই মে মারমা।
যুব গেমস জিমন্যাস্টিকসে তরুণ বিভাগে ৪৪.৭৬৭ স্কোর করে ব্যক্তিগত তালিকায় সেরা হয়েছেন চট্টগ্রাম বিভাগের তনুরায় ত্রিপুরা। তিনি ব্যক্তিগত ইভেন্টে একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জেতেন। তরুণী বিভাগে ৩৪.৬০ স্কোর করে ব্যক্তিগত তালিকায় সেরা হয়েছেন বনফুলি চাকমা। তিনি ব্যক্তিগত ইভেন্টে দুটি স্বর্ণ পদক জিতেন।
অ্যাথলেটিক্স - ৪০০ মিটারে ফয়সাল ও পপি সেরা
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তরুণদের ৪০০ মিটারে রংপুর বিভাগের ফয়সাল আহমেদ (৫০.২০ সেকেন্ড) স্বর্ণ, ময়মনসিংহ বিভাগের হাফিজুর রহমান (৫০.২৭) রৌপ্য এবং খুলনা বিভাগের বোরহান উদ্দিন (৫১.০২) ব্রোঞ্জ জিতেছেন।
এই ইভেন্টের তরুণী বিভাগে রাজশাহী বিভাগের উম্মে সুলতানা পপি (৫৯.২০) স্বর্ণ, খুলনা বিভাগের আজমি (৫৯.৫১) রৌপ্য এবং খুলনা বিভাগের মিম আক্তার (১ মিনিট ১.০২ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
উশুতে চার স্বর্ণ
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উশু ডিসিপ্লিনে আজ চারটি ইভেন্টে পদকের নিষ্পত্তি হয়েছে। শুক্রবার শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চানচুয়ান ও দাউসু ইভেন্টে চট্টগ্রামের শাহীন আলম (১৩.৪০) স্বর্ণ,রংপুরের বাবলা ইসলাম (১২.৮৫) রৌপ্য ও রাজশাহীর সায়েল মুসফিক (১২.৫৩) ব্রোঞ্জ জেতে। নানচুয়ান ও নানগুন ইভেন্টে রংপুরের সাদমান মাহির (১৩.২০) স্বর্ণ, সিলেটের তানভীর জাহিদ আকাশ (১৩.১৩) রৌপ্য ও চট্টগ্রামের শাকিবুর রহমান (১৩.০০) ব্রোঞ্জ জিতেছে।
তরুণীদের নানচুয়ান ও নানদাউ ইভেন্টে (১২.০৫) রাজশাহীর ভূমিকা মন্ডল স্বর্ণ, চট্টগ্রামের রুপকথা বড়ুয়া (১১.১৩) রৌপ্য এবং সিলেটের জোনাকি তানহা (৯.৯৭) ব্রোঞ্জ জেতে। তরুণীদের চানচুয়ান ও জিয়ানসু ইভেন্টে সিলেটের তাওছিয়া আক্তার ইমু (১১.৮০) স্বর্ণ, রংপুরের শুভশ্রী দাস (১১.৪০) রৌপ্য ও চট্টগ্রামের নাফিজা নাওয়াল (১১.১০) ব্রোঞ্জ পদক পেয়েছে।
স্কোয়াশের মিশ্র দ্বৈতে স্বর্ণ ঢাকার
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে স্কোয়াশের মিশ্র দ্বৈত ইভেন্টে স্বর্ণ জিতেছে ঢাকা বিভাগ । বৃহস্পতিবার রাতে আর্মি স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত ফাইনালে ঢাকার পারভেজ ও নাবিলা স্বর্ণ পদক জয় করেন। রাজশাহীর আমিনুল ও বৃষ্টি রৌপ্য এবং চট্টগ্রামের সিমন ও রাফিয়া ব্রোঞ্জ পদক জয় করেন।
টেবিল টেনিস এককে স্বর্ণ ইকবাল-খই খই মারমার
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে টেবিল টেনিস তরুণ এককে স্বর্ণ পদক জিতেছে রাজশাহী বিভাগের নাফিস ইকবাল ও তরুণী বিভাগের স্বর্ণ পদক জয় করেছে চট্টগ্রামের খই খই মারমা। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ এককের ফাইনালে রাজশাহীর নাফিস ইকবাল ৩-২ গেমে চট্টগ্রামের হাসিবুর রহমানকে হারিয়ে স্বর্ণ জয় করেন। রৌপ্য হাসিবের। ব্রোঞ্জ জিতেছে খুলনার সামি ও চট্টগ্রামের প্রমিত। তরুণী বিভাগের ফাইনালে চট্টগ্রামের খই খই মারমা ৩-১ গেমে একই বিভাগের রেশমি তঞ্চঙ্গাকে হারিয়ে স্বর্ণ জিতেন। রৌপ্য জিতেছেন রেশমি তঞ্চঙ্গা। ব্রোঞ্জ পেয়েছেন খুলনার আনিকা বসু ও রংপুরের নুসরাত জান্নাত।
তরুণীদের ফুটবলে স্বর্ন জিতেছে রংপুর
‘শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩’ তরুণীদের ফুটবলে রাজশাহী বিভাগকে ৬-২ গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে রংপুর বিভাগ।
শুক্রবার বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে উভয় দলই ২টি গোল করে। প্রথমার্ধে রংপুরের হয়ে ৩ মিনিটে রুপা ও ৩৫ মিনিটে কল্পনা আকতার এবং রাজশাহীর পক্ষে ২৬ মিনিটে ফাল্গুনি ও ৩০ মিনিটে মেহনাজ গোল করেন।
বিরতির পর রাজশাহীকে চেপে ধরে আরো ৪ গোল আদায় করে রংপুরের বিভাগের মেয়েরা। রংপুরের হয়ে ৫৬ মিনিটে শান্তি, ৭৭ মিনিটে রিভানা এবং ৭১ ও ৮৮ মিনিটে স্বপ্না রায় গোল করেন।
স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা বিভাগকে ৫-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে চট্টগ্রাম বিভাগ। খেলা শেষে ‘শেখ কামাল ২য়য় যুব গেমস-২০২৩’ এর তরুণী ফুটবল প্রতিযোগিতার অর্গানাইজিং উপ-কমিটির আহ্বায়ক মাফুজা আক্তার কিরণ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
তরুণ হ্যান্ডবলে ঢাকা বিভাগের স্বর্ণ
‘শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩’ তরুণদের হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে ঢাকা বিভাগ। ফাইনালে খুলনা বিভাগকে হারিয়েছে তারা ।এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে চট্টগ্রাম বিভাগ। শুক্রবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনাকে ৩২-১৮ গোলে হারায় ঢাকা। খেলা শেষে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক-এর সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম নূরুল ফজল বুলবুল। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, হ্যান্ডবল ইভেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব, তরুণ বিভাগের সম্পাদক ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তরুণদের ফুটবলে রাজশাহীর স্বর্ণ
‘শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩’ তরুণদের ফুটবলে শিরোপা ধরে রেখেছে রাজশাহী বিভাগ। স্বর্ণ পদকের লড়াইয়ে রাজশাহী টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে রংপুর বিভাগকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল।
শুক্রবার পল্টন আউটার স্টেডিয়ামে নির্ধারিত সময়ে উভয় দল সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেনি কেউই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম ৫ শটে দুইদলই শতভাগ লক্ষ্যভেদ করেছে। শেষ পর্যন্ত সপ্তম শটে এসে ম্যাচের ফল নিষ্পত্তি হয়। রাজশাহী বিভাগের আবু বক্কর, স্বপন, মিম, মনি, সাগর, রিয়াদ ও সোহান গোল করেছেন। রংপুর বিভাগের আতিকুল, আলমগীর, শাহরিয়ার, সিয়াম, রবি ও মোতাম্মিল গোল পেলেও আহসান হাবিব ব্যর্থ হয়েছেন। রাজশাহীর গোলরক্ষক নাহিদুল ইসলাম প্রতিপক্ষ আহসান হাবিবের সপ্তম শট পা দিয়ে রুখে দিয়ে রংপুরকে শিরোপা এনে দেন।
কোচ, মামুন আল ইসলাম জেড (রাজশাহী বিভাগ)
বরিশাল ও সিলেটকে হারিয়ে ফাইনাল খেলেছি। ফাইনাল জিতে অনেক ভালো লাগছে। ছেলেরা অনেক কষ্ট করেছে। তার ফল পেয়েছে। আমাদের লক্ষ্য ছিল গেমসের সোনা জিতবো। তা জিততে পেরে খুশি।
কোচ, শামীম খান মিসকিন (রংপুর বিভাগ)
আসলে এমন মাঠে ফাইনাল জেতা কঠিন। তারপরেও ছেলেরা চেষ্টা করেছে শিরোপা জেতার। ভাগ্য পরীক্ষাতে হারতে হয়েছে। ফাইনাল হেরে সবার মনটা খারাপ। ফাইনাল ম্যাচ শেষে বাফুফে সহ-সভাপতি ও বিওএ সদস্য মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সদস্য আমের খান ও মহিদুর রহমান মিরাজ বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

