খেলার প্রতিবেদক :
টানা ২ ম্যাচে হেরে সিরিজ হাত ছাড়া হয়ে গেছে। এবার হোয়াইটওয়াশ আটকানোই মিশণ। কিন্তু পর পর দুই ম্যাচে ক্রিকেটারদের পারফর্মেন্স দেখে মিডিয়া প্রশ্ন তুলেছে দলে কি কেউ কেউ অটো চয়েজ? কারণ দুই ম্যাচে যে দল ছিল সেটাই তৃতীয় ম্যাচের জন্য ঘোষণা দিয়েছে বিসিবি।
তামিম পরিষ্কার বলে দিলেন, ‘কেউই অটো চয়েজ নন। এমনকি অধিনায়ক হিসেবে আমিও না।’
মোস্তাফিজ সম্পর্কে তার মূল্যায়ন, এ বাঁ-হাতি পেসারের ডিফেন্সিভ স্কিল খুব ভাল। তবে তার উইকেট শিকারের স্কিলটা বাড়াতে হবে। রিয়াদ ভাই এক সিরিজ আগেই ম্যাচ জিতিয়েছেন (বোল্ড করে দেবেন)।
অন্যদিকে অভিজ্ঞ মাহমুদউল্লাহও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। রান করলেও তার ইনিংসগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না তেমন। এমন পারফরমারকে নিয়ে অধিনায়ক হিসেবে তার মূল্যায়ন কি?
জানতে চাইলে তামিম বলেন, ‘আমি কারো ওপর দোষ চাপাই না। আর রিয়াদ ভাইতো শেষ সিরিজেও একটি ম্যাচ জেতানো ইনিংস (৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে শেরে বাংলায় ৯৬ বলে ৭৭) উপহার দিয়ে মেহেদি মিরাজের সাথে সপ্তম উইকেট জুটিতে ১৪৮ রান তুলে দল জেতানো ভূমিকা রেখেছেন।’
ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য মূলত ঘোষণা করা বাংলাদেশ স্কোয়াড ৬ মার্চ চট্টগ্রামের তৃতীয় এবং চূড়ান্ত খেলায় অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (ক্যাপ্টেন), লিটন কুমার দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়, এবাদত হোসেন।

