দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। দলবদল শেষ করে ইমরুল ওমরাহ করতে গেলেন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, March 2, 2023

দলবদল শেষ করে ইমরুল ওমরাহ করতে গেলেন

খেলার প্রতিবেদক :

ঢাকা ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর প্রিমিয়ার ক্রিকেট লিগ। এর দলবদল আজ ২ মার্চ শুরু হয়েছে। গতকাল প্রথমদিন নামমাত্র দলবদলে অংশ নেয় মোহামেডান। দলবদলে গতকাল জাতীয় দলের এক সময়ের নিয়মিত ওপেনার ইমরুল কায়েসকে শুধু আজ দলে টেনেছে মোহামেডান।

আজ বৃহস্পতিবার ওমরাহ করতে মক্কা যাচ্ছেন ইমরুল। সবার দোয়া কামনা করেছেন ইমরুল। সদ্য সমাপ্ত বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল বলেন, ‘আমি এক যুগের বেশি সময় পর মোহামেডানে ফিরলাম। সম্ভবত ২০০৯-২০১০ এর দিকে মোহামেডানে দুই মৌসুম খেলেছি। দীর্ঘদিন পর আবার এ ঐতিহ্যবাহী দলে ফিরতে পেরে ভালো লাগছে। প্রিমিয়ার লিগে সামর্থ্যের সেরাটা উপহার দিতে চাই।’


ওমরাহ করতে যাওয়া প্রসঙ্গে ইমরুল জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইট। তাই সকালেই দলবদল শেষ করলাম। সবাই দোয়া করবেন।’

আজ বৃহস্পতিবার সাদা-কালো শিবিরে যোগ দিয়েছেন বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্যাপ্টেন। শেখ জামাল থেকে আজ সকাল সকাল সাদা-কালো শিবিরে নাম লিখানোর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ইমরুল। ঐতিহ্যবাহী এ দলটির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এবার যাদের নতুন করে দলে ভেড়ানো হচ্ছে তাদের দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ৪ মার্চ শনিবার।

কাল শুক্রবার বাংলাদেশ আর ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে, তাই কাল দলবদল কার্যক্রম হবে না। আজকের পর শুক্রবার বিরতি দিয়ে ৪ মার্চ শনিবার আবার দলবদলের কার্যক্রম চলবে। সেদিনই দুই অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, দুই পেসার কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ আর উইকেটকিপার মুকিদুল ইসলাম অংকন সই করবেন মোহামেডানে।