দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। টস জিতে তামিমের বোলিংয়ের সিদ্ধান্তে ইংলিশদের সংগ্রহ ৩২৬ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, March 3, 2023

টস জিতে তামিমের বোলিংয়ের সিদ্ধান্তে ইংলিশদের সংগ্রহ ৩২৬


খেলার প্রতিবদেক :

টস জিতে কেন তামিম ইকবাল আগে বল করার সিদ্ধান্ত নিলেন সেটা তিনিই ভাল বলে পারবেন। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের অধিনায়ক জেসন রায় সেঞ্চুরি হাঁকিয়ে তামিমের সিদ্ধান্ত ভূল বলে প্রমান করলেন। ৫০ ওভার শেষে ইংরিশর স্কোর বোর্ডে জমা করেছে ৩২৬/৭। তামিমদের টার্গেট ওভার প্রতি করতে হবে ৬.৫৩।



ইংলিশদের শুরুটা ধীর হলেও রান ঠিকই জমা করেছে। ২৫ রানে তাসকিন ওপেনার ফিলকে ফেরত পাঠালেন। আর এরপর স্পিনার মিরাজ এলবির ফাঁদে ফেলে বিদায় দিলেন দেওয়ানকে। কিন্তু জেসন রায় ঠিকই বহাল রয়ে গেলেন। সাথে জেমসকে, কিন্তু তিনি ৫ রান যোগ করার পর তাইজুলের স্পিনে হার মানলেন। 

এরপরই ছিল ইংলিশদের আসল জুটির চিত্রনাট্য উপস্থাপনের পালা। এই নাটকে ইংলিশরা ৯৬ রান থেকে স্কোর নিয়ে যায় ২০৫ অবদি। ক্রিজে জেসন রায় আর বাটলার জুটি টাইগার বোলারদের তেঁড়ে ফুঁড়ে পারছে। কোন ভাবেই যখন জেসন রায়কে আটকানো সম্ভব হচ্ছে না তখনই ত্রাণকর্তার ভূমিকায় এলেন সাকিব। ১২৪ বলে ১৮ বাউন্ডারি আর ১ ছয়ে ১৩২ রানে থাকা জেসনকে এলবির ফাঁদে ফেলেন সাকিব। ৫ উইকেটে স্কোর ২০৫, বাটলার তখন ২৪তম ফিফটি করে ফেলেছেন, সঙ্গী হলেন মইন আলী।

এই জুটি ইংল্যান্ডকে ৪০ ওভার শেষে ২১৯ রানে নিয়ে যায় ৫ উইকেটের বিনিময়ে। ৪৫ ওভার শেষে ইংলিশদের দলীয় স্কোর ২৬৯/৬। আর ৫০ ওভার শেষে স্কোর ৩২৬/৭, তাতে স্যাকুরাম ৩৩ আর রাশিদ ৬ রানে অপরাজিত থাকলেন। বাংলাদেশ দলের আক্রমণে তাসকিন ৩টি,  তাইজুল ১টি, সাকিব ১টি ও মিরাজ ২ উইকেট শিকার করেন।