দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়: শাহরিয়ার আলম - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, May 25, 2023

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়: শাহরিয়ার আলম

জাতীয় প্রতিবেদক :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের নতুন ভিসা নীতি ঘোষণার বিষয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়। কারণ, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।

যুক্তরাষ্ট্র সরকারের নতুন ভিসা নীতি ঘোষণার বিষয়ে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়। কারণ, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে 'প্রতিশ্রুতিবদ্ধ'।  

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বার্তাসংস্থা ইউএনবিকে বলেন, 'এটা কোনো স্যাংশান (নিষেধাজ্ঞা) নয়। এই ব্যাপারে বিএনপি'র উদ্বিগ্ন হওয়া উচিত। নির্বাচনের আগে বা পরে যেকোনো প্রকার সহিংসতা ঘটালে সেটা তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে।