দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। টস হেরে ব্যাট করছে বাংলাদেশ, স্কোর ২৫ ওভারে ১৪৫/৩ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, May 14, 2023

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ, স্কোর ২৫ ওভারে ১৪৫/৩

খেলার ডেস্ক :
প্রথম ওয়ানডে বৃষ্টির পেটে গেছে। তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয়টিও বৃষ্টির হানায় ৫০ ওভার কেটে ৪৫ করা হয়। তাতে ৩১৯ রানের মতো পাহাড় গড়ে তোলে স্বাগতিক আইরিশ ক্রিকেট দল। কিন্তু টাইগারদের আটকাতে পারেনি। ৩ বল না খেলেই ৩ উইকেটে জয় পকেটে জমা করা বাংলাদেশ আজ নেমেছে শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে। ২৫ ওভার শেষে স্কোর বোর্ডে জমা হয়েছে ১৪৫/৩।

বৃষ্টির হানার আশংকার মধ্যেই টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্রুতই ওপেরিং জুটি হারায়।  আঙ্গুলে আঘাত পাওয়া সাকিব আল হাসান আজ দলের সেরা একাদশে নেই। তাই একটু বাড়তি চাপ তো ছিলই।


টানা রানে না থাকা ওপেনার লিটনকে নিচে নামিয়ে দিয়ে সাকিবের বদলে দলে আসা রনি তালুকদারকে ওপেন করতে পাঠানো হলো। কিন্তু তাতে লাভ হলো না, তামিম টিকে গেলেও রনি ১৪ বলে ৪ রানে ক্যাচ তুলে বিদায় নিয়ে হতাশ করলেন।

আগের ম্যাচে ১১৭ রানের ইনিংস উপহার দেয়া নাজমুল হোসেন শান্ত ৩২ বলে ৩৫ রান করে বড় কিছুর ইঙ্গিত দিয়েও পারলেন না। তিনিও ক্যাচই ছিলেন ৩৫ রান জমা করে।

কিন্তু তামিম ছিলেন, অধিনায়ক সঙ্গী হিসেবে মারকুটে লিটন কুমার দাসকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করলেন, স্কোর তখন ১০.৫ ওভারে ৬৭/২। এরপর ২৩ ওভার শেষে স্কোর ১৩৫/২, তামিম ৪৪ রানে ফিফটির দরজায় আর লিটন ৩৪ রানে ব্যাট করছেন।

সেট হওয়া দুই ব্যাটারের কাছ থেকে বাংলাদেশ একটি বড় জুটি যখন প্রত্যামা করছে তখনই লিটন ২৩.৩ ওভারে নিজের ৩৯ বলে ৩৫ রানের ইনিংসটির ইতি টানলেন। সহজ ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তামিমের সঙ্গী হলেন ৪র্থ উইকেট জুটিতে হৃদয়।

এই রির্পোট লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে স্কোর ১৪৫/৩, তামিম ৪৬ আর হৃদয় ৭ রানে ব্যাট করছেন।