খেলার ডেস্ক :
প্রথম ওয়ানডে বৃষ্টির পেটে গেছে। তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয়টিও বৃষ্টির হানায় ৫০ ওভার কেটে ৪৫ করা হয়। তাতে ৩১৯ রানের মতো পাহাড় গড়ে তোলে স্বাগতিক আইরিশ ক্রিকেট দল। কিন্তু টাইগারদের আটকাতে পারেনি। ৩ বল না খেলেই ৩ উইকেটে জয় পকেটে জমা করা বাংলাদেশ আজ নেমেছে শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে।
বৃষ্টির হানার আশংকার মধ্যেই টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এর সাথে আরো একটি খবর আঙ্গুলে আঘাত পাওয়া সাকিব আল হাসান আজ দলের সেরা একাদশে নেই।
