প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। এরপর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটলে কিরণ রাওয়ের সঙ্গে সংসার জীবন শুরু করেন এই সুপারস্টার। তবে সে সম্পর্কও টেকেনি বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের। এবার তিনি তৃতীয়বারের মতো সম্পর্কে জড়াতে চলেছেন।
আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের বিয়ে হয়েছিল ১৯৮৬ সালের ১৮ এপ্রিল। তাদের বিচ্ছেদ ঘটে ২০০২ সালে। ১৬ বছরের সংসারে জুনায়েদ নামে একটি পুত্র এবং ইরা নামে একটি মেয়ে হয়।
এরপর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাওয়ের জন্ম হয়। ২০২০ সালে তাদের সংসারের ১৫ বছরের মাথায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রথম বিবাহ বিচ্ছেদের প্রায় তিন বছরের মাথায় দ্বিতীয় বিবাহ বন্ধনে জড়ান আমির। প্রথম বারের মতো এবারও দ্বিতীয় বিচ্ছেদের তিন বছর পর তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি।
পাত্রী অচেনা কেউ নন, দঙ্গল সিনেমা খ্যাত বলি নায়িকা ফাতিমা সানা শেখ। আমির, ফাতিমার কেউই তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এ বিষয়ে মুখ খুলেছেন বলিপাড়ার সিনেমা সমালোচক কামাল আর খান।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে কামাল তার টুইটারে লিখেন, ‘খুব শিগগিরই নিজের মেয়ের বয়সী ফাতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’
টুইটারে এ পোস্ট ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই। অনেক নেটিজেন এ খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার অনেকে লিখেছেন, গুঞ্জনই সত্যি হতে চলেছে।
সূত্র: বিবিসি, আনন্দবাজার
