কাজী তৌহিদুল ইসলাম, মালে থেকেঃ
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী শ্রমিকদের দেশে টাকা টাকা পাঠানোর কোন সুব্যবস্থা নাই।
বাংলাদেশ মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক আরো অন্যান্য ব্যাংক এর শাখা রয়েছে, কিন্তুু জমা নেয় না মালদ্বীপিয়ান রুপি, অথচ ৬০% প্রবাসী বেতন পায় মালদ্বীপের রুপিতে।
এই বিষয় বাংলাদেশ হাইকমিশনার মালদ্বীপ অবগত রয়েছে, ঈদ আসলেই হুন্ডি ব্যবসাইরা আরো বেপরোয়া হয়ে উঠে, সাধারণ প্রবাসীরা অতিষ্ঠ, দীর্ঘদিন এর এই বিষয় বাংলাদেশ এর কি কিছু করার নাই,i মাস কাজ করে বৈধ ভাবে টাকা পাঠাতে পারবে না প্রবাসীরা?
