পুলিশ জানায়, তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বিএনপির এ নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে 'হত্যার হুমকি' দেন।
ওই সমাবেশে চাঁদ বলেন, 'আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করব না, এখন একটাই দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।'
পরে রোববার (২১ মে) রাতে পুঠিয়া থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।
এদিকে আবু সাঈদ চাঁদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
