দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সরকারী বিরোধী যুগপৎ আন্দোলনের রুপ রেখা আসছে, ৬৪ জেলায় আন্দোলন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, May 12, 2023

সরকারী বিরোধী যুগপৎ আন্দোলনের রুপ রেখা আসছে, ৬৪ জেলায় আন্দোলন


রাজনীতি প্রতিবেদক :
সরকার পতন আন্দোলনে বিএনপি ও সম-মনা শরিক দল গুলো গত বছর থেকেই আন্দোলন করে আসছে। বিভাগীয় সমাবেশ থেকে শুুর করে দেশের ইউনিয়ন লেভেল পর্যন্ত বিএনপি আন্দোলন গড়ে তুলেছে।

এ বছর শেষ দিকে বা ২০২৪ সালের শুরুতেই ১২তম জাতীয় সংসদ নির্বাচনের কথা রয়েছে। নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচনের দাবীতে আন্দোলনরত বিরোধী দল গুলো এবার চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন বিএনপির সাথে জোট করা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনা. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। 

তিনি বলেন, ‘রোজার ঈদের আগে আন্দোলন যদি উষ্ণ থেকে থাকে তাহলে রোজার ঈদের পর উষ্ণতর হবে এবং কোরবানী ঈদের পর উষ্ণতম হবে। এবার অবস্থান ধর্মঘট হতে পারে, অবরোধ ধর্মঘট হতে পারে, অসহযোগ আন্দোলন হতে  পারে, জেলায় জেলায় সমাবেশ করা হতে পারে বা ঢাকায় অভিমুখে পদযাত্রা বা রোড মার্চ হতে পারে। এছাড়া কোরবানীর ঈদের পর আমাদের ডেফিনেটলি ঢাকা কেন্দ্রিক অনুষ্ঠান করতে হবে। অবরোধ তো অবশ্যই থাকে। ঢাকাকে নিয়েই যখন আন্দোলন তখন ঢাকা কেন্দ্রিক ও ঢাকাকে নিয়েই তখন যেন দেশের সব জেলা ঐ সময় সমর্থন ও সাহস যোগোতে পারে তার জন্যেই এখনকার এই প্রস্তুতি ৬৪ জেলায় আন্দোলন।’

আন্দোলন নিয়ে কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। 

বলেন, ‘সব দলের সাথে কথা বলে আন্দোলনের রূপরেখা নিয়ে একটি ড্রাপ্ট তৈরি হয়েছে। সেই ড্রাপ্টের উপর আলোচনা চলছে। এই আলোচনার মধ্যে দিয়েই যুগপৎ আন্দোলন একটি পর্যায়ে যাবে বলে আমি মনে করি। কর্মসূচীর মুল টার্গেট হচ্ছে জনগণকে এক করা। শেষ পর্যন্ত সরকারকে এমন চাপ সৃষ্টি করা যাতে করে সরকার যাতে করে সরকার তার অবস্থান থেকে সরে আসে।’

সরকার বিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপরেখা - - -
ঢাকা ঘেরাও
ঢাকা অবরোধ
ঢাকামুখী রোডমার্চ
অবস্থান ধর্মঘট
অসহযোগ আন্দোলন
৬৪ জেলায় সমাবেশ