ভারত-পাকিস্তান বৈরিতায় এশিয়া কাপ নিয়ে সৃষ্ট জটিলতা কিছুতেই কাটছে না। সূচি অনুযায়ী আসর শুরুর আর মাত্র তিন মাস বাকি থাকলেও ভেন্যু নিয়ে অনিশ্চয়তা দিন দিন বাড়ছেই। শঙ্কা বাড়ছে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও। জটিলতা কাটাতে দুদেশই দিচ্ছে নিত্যনতুন প্রস্তাব। যারই ধারাবাহিকতায় আরও একটি বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রধান নাজাম শেঠি।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপের ভেন্যু নিয়ে ঝামেলা চলছে অনেক দিন ধরেই। ভারত সরকার কোনোভাবেই পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়। পাকিস্তানও কোনোভাবেই এশিয়া কাপ আয়োজনের স্বত্ব ছাড়তে রাজি নয়। ফলে ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি।
পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার গোঁ ধরে থাকায় ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে হুমকি দিচ্ছে পাকিস্তানও। ভারত এশিয়া কাপ খেলতে না এলে তাদের মাটিতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তানও।
এমন অবস্থায় এশিয়া কাপ নিয়ে যেমন শঙ্কা জেগেছে, তেমনি বিলম্ব হচ্ছে বিশ্বকাপের সূচি ঘোষণায়ও। এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি দিয়েছিলেন একটি অন্যরকম সমাধান। তিনি প্রস্তাব দিয়েছিলেন ‘হাইব্রিড’ পদ্ধতির এশিয়া কাপের। যে পদ্ধতিতে ভারত বাদে অন্যান্য দল খেলবে পাকিস্তানের মাটিতে, আর ভারত তাদের ম্যাচগুলো খেলবে অন্য কোনো দেশে।
তবে তার এই হাইব্রিড মডেল হালে পানি পায়নি। বাংলাদেশ ও শ্রীলঙ্কা পিসিবির এই মডেলের বিপক্ষে অবস্থান নিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ভন্ডুল হয়ে যেতে পারে এশিয়া কাপের এবারের আসরই।
নাজাম শেঠি অবশ্য আশাবাদী। এশিয়া কাপ নিয়ে আরও একটি নতুন প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব অনুযায়ী এবারের এশিয়া কাপ হতে পারে ইউরোপে। ইউরোপে বলতে নাজাম শেঠি মূলত বলেছেন ইংল্যান্ডের কথা। পিসিবি প্রধান স্পোর্টস আওয়ারকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ইংল্যান্ড এশিয়া কাপের ভেন্যু হতে পারে।’
