দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেব না: জিএম কাদের - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, August 7, 2023

সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেব না: জিএম কাদের

জাতীয় প্রতিবেদক :
আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরো আগেই বাতিল করা উচিত ছিল। 


সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান একথা বলেন।


গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ আইন প্রনয়ণের ঘোষণা দিয়েছে সরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন যেন নিবর্তনমূলক না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেবো না।


গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রনয়ণের দাবি জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।