খেলার প্রতিবেদক :
জালিয়াতি এবং মিথ্যাচারসহ ফিফার অন্তত চারটি আইন লঙ্ঘন করায় সব ধরণের ফুটবল কার্যক্রম থেকে আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তদন্ত করে তাকে আজীবন নিষিদ্ধ করে। এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হয়েছেন সোহাগ।
মঙ্গলবার (৮ আগস্ট) দুদকের উপ-পরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি দল আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে গত ৩০ জুলাই তদন্ত শেষে বহিষ্কৃত সাধারণ সম্পাক আবু নাঈম সোহাগকে আজীবন নিষিদ্ধের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেয় বাফুফের গঠিত তদন্ত কমিটি। এই ঘটনার শুরু হয়েছিল ১৪ এপ্রিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে আর্থিক দণ্ড ও নিষেধাজ্ঞা দেয়ার পরে।
চলতি বছরের মে মাসে হাইকোর্টের নির্দেশে বাফুফে সরকারের দেয়া অর্থ নিয়ে দুর্নীতি, অর্থ পাচার, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। সোহাগ ছাড়াও দুদকের অনুসন্ধানে রয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ও সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
এর আগে বাফু্ফের অনিয়ম দুর্নীতির তদন্ত করতে দুদকে লিখিত অভিযোগ করেছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
