Thursday, 29 February 2024

মনুরা কেমন আছো? - ফেসবুকে তামিম


খেলার ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে তামিমের দল ফরচুন বরিশাল। এই জয়ের পর বরিশালের সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম।


দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট হাতে ভালো করতে না পারলেও বরিশালের সমর্থকদের জয় উপহার দিয়েছেন তামিম। জয়ের পর ফেসবুকে বরিশালের মানুষরা কেমন আছে তা জানতে চেয়ে একটি পোস্ট করেছেন তিনি। ইতোমধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া পোস্টটিতে তামিম দলের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন,


মনুরা কেমন আছো?

এর আগে বরিশালের জয়ের পর তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, টুর্নামেন্টের আগেই দলকে ফাইনালে তোলার প্রতিজ্ঞা নিয়েছিলেন তামিম।


ফেসবুক পোস্টে আয়েশা লিখেছেন, তামিম ইকবাল, টুর্নামেন্ট শুরুর আগেই তুমি বলেছিলে, ''আমরা ফাইনালে খেলব!'' তুমি কথা রেখেছো। দারুণ দলগত প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।


শুক্রবার (১ মার্চ) ফাইনালে তামিমদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২১ সালের বিপিএল ফাইনালেও এই দুই বল মুখোমুখি হয়েছিল। যেখানে শেষ হাসি হেসেছিল কুমিল্লা।