Saturday, 24 February 2024

বিপিএল ২০২৪ : প্লে-অফে কার শক্তি কতটা?


খেলার ডেস্ক :
বিপিএলের ২০২৪ পর্বের প্রথম রাউন্ডে ৪১ ম্যাচ শেষে চার দল প্লে-অফের টিকিট হাতে পেয়েছে। শীর্ষ দল রংপুর, দ্বিতীয় কুমিল্লা, তৃতীয় বরিশাল আর ৪র্থ স্থানে চট্টগ্রাম।


হিসেব অনুয়ায়ী ২৬ ফ্রে ২০২৪ দুপুরে এ্যালিমেন্টের ম্যাচে মুখোমুখি হবে বরিশাল আর চট্টগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে কার শক্তি কতটা? গ্রুপ পর্বে এই দুই দল ২ বার করে মুখোমুখি হয়েছে, সে দুই ম্যাচেই বোঝা গেছে আসলে শক্তির মানদন্ডে বরিশালের চেয়ে চট্টগ্রাম অনেকটা পথ এগিয়ে রয়েছে।



২৭ জানয়ারী সিলেটের উইকেটে বরিশালকে ১০ রানে প্রথম বার হারায় চট্টগ্রাম। এরপর দ্বিতীয় ম্যাচে মিরপুরে ৬ ফ্রে ২০২৪ বরিশালকে ১৬ রানে হারিয়ে দেয়।



স্বাভাবিক ভাবেই চট্টগ্রাম এগিয়ে রয়েছে। এ্যালিমেন্টের ম্যাচে তারকা সমৃদ্ধ বরিশালকে চট্টগ্রাম ভয় পাবে এমনটা ভাবনার কোন অবকাশ নেই।



অন্যদিকে এবারের বিপিএলের শীর্ষ দুই দল রংপুর আর কুমিল্লার মধ্যে হার-জিতের পাল্লাটা সমানে সমান। ৩০ জানুয়ারী সিলেটের উইকেটে মাত্র ৮ রানে কোন ক্রমে কুমিল্লাকে হারায় রংপুর। কিন্তু পরের ম্যাচে মানে দ্বিতীয় মোলাকাতেই চার বারের চ্যাম্পিয়ন কুমিল্লা শোধ দিয়ে দেয় সেই হারের। ২০ ফ্রে মিরপুরের উইকেটে কুমিল্লা ১৪ বল না খেলেই ৬ উইকেটের বিশাল হারের স্বাদ নিতে বাধ্য করে রংপুরকে।



তাই ২৬ ফ্রে রাতে বিপিএলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে রংপুর না কুমিল্লা কে জিতবে সেটা নিয়ে আগাম মন্তব্য করা কঠিন কাজ। কুমিল্লা-রংপুর যে কেউ ম্যাচ জেতার ক্ষমতা রাখে।



তবে কুমিল্লা আর রংপুরর ম্যাচে যেই হারুক, তাতে সমস্যা নেই। কারণ হারা দলের আরেকটি সুযোগ তো হাতেই আছে। চট্টগ্রাম-বরিশালের ম্যাচে যে দল জিতবে, সে দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারা দল মুখোমুখি হবে ২৮ ফ্রে রাতে ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচে। 



শীর্ষ দুই দল রংপুর আর কুমিল্লার ম্যাচে হেরে যাওয়া দল ২৮ ফ্রে রাতে শেষ সুযোগ পাবে ফাইনালে যাবার। আর রংপুর-কুমিল্লার ম্যাচে জিতে যাওয়া দল সরাসরি ফাইনালের টিকিট হাতে পাবে।



১ মার্চ ২০২৪ রাতে বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।